জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২৪ নির্দেশনা
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কেন্দ্রসচিবদের জন্য ২৪টি জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ দিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। পরীক্ষার্থীর আসন কমপক্ষে তিন ফুট দূরত্বে রাখতে হবে।
পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে এবং ৮ম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি ও গণিতে পূর্ণ নম্বর ১০০ করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা নেওয়া হবে।
প্রশ্নপত্র ট্রেজারি থেকে পুলিশ প্রহরায় সংগ্রহ, সেটভিত্তিক ব্যবহার, এবং পরীক্ষার সময় মোবাইল ফোন নিষিদ্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা ও অনলাইনে তথ্য প্রদানে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।










