পাকুন্দিয়ায় কৃষিক্ষেতে বজ্রপাত; প্রাণ গেল ওয়াহিদের
কৃষিক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন কিশোরগঞ্জের এক তরুণ কৃষক। পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে বুধবার (৮ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের নাম ওয়াহিদ মিয়া (২১)। তিনি ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। পড়ালেখার পাশাপাশি কৃষিকাজে যুক্ত ছিলেন ওয়াহিদ। পরিবারের প্রতি ছিল তার গভীর দায়িত্ববোধ।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন ওয়াহিদ। এ সময় আকাশে মেঘ থাকলেও বৃষ্টি শুরু হয়নি। হঠাৎ প্রবল শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, “ওয়াহিদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”
স্থানীয়দের ভাষায়, পরিশ্রমী ও হাসিখুশি স্বভাবের ওয়াহিদ ছিলেন গ্রামের সবার প্রিয় মুখ। তার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।







