পাকুন্দিয়ায় কবরের জায়গা নিয়ে বিরোধ, শিশুর দাফন বাধাগ্রস্ত
ফাহাদ মিয়া (৪)
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গাংকুলপাড়া গ্রামে কবরের জায়গা নিয়ে পারিবারিক বিরোধের কারণে দাদা-দাদির পাশে চার বছরের এক শিশুকে দাফন করা যায়নি।
রোববার সকালে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু ফাহাদ মিয়া। তার বাবা আল মামুন সৌদি আরবে গাড়িচালক হিসেবে কর্মরত। মৃত্যুর পর ভিডিও কলে ছেলের মুখ দেখে তিনি ছেলেকে বাবা-মায়ের কবরের পাশে দাফন করার ইচ্ছা প্রকাশ করেন।
তবে আল মামুনের চাচাতো ভাইয়েরা দাবি করেন, জায়গাটি এজমালি হওয়ায় সেখানে আর দাফন করা যাবে না। তাদের বাধার মুখে বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়, কিন্তু তবুও সমাধান হয়নি। শেষ পর্যন্ত প্রশাসনের মধ্যস্থতায় ফাহাদকে তার বাবার কেনা ফসলি জমিতে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, “শিশুটির বাবার ইচ্ছা পূরণে আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু চাচাতো ভাইয়েরা শুনেননি।”
এদিকে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন এবং বলেন, “ওয়ারিশ সম্পত্তির দ্বন্দ্বে একটি শিশুকে কবর দিতে না দেওয়া—এমন ঘটনা সত্যিই দুঃখজনক।







