নির্বাচনে পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ ও পেশাদার: আইজিপি
বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) বাহারুল আলম বলেছেন, “একটি সুষ্ঠ নির্বাচনের পেছনে সবচেয়ে বড় সহায়ক শক্তি পুলিশ। তাই নির্বাচনকালীন পুলিশের আচরণ হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ ও পেশাদার।”
শনিবার (১ নভেম্বর) রাতে রাজশাহীতে পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আইজিপি বলেন, “কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি আনুগত্য নয়, পুলিশের আনুগত্য থাকবে কেবল আইন ও দেশের প্রতি। যে সরকারই ক্ষমতায় আসুক, পুলিশের দায়িত্ব আইন অনুযায়ী কাজ করা।”
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের পেশাগত সততা ও দায়িত্ববোধই তাদের সবচেয়ে বড় শক্তি। অতীতের ভুল সংশোধন করে পেশাদারিত্ব ও ন্যায়নিষ্ঠতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
সভায় রাজশাহী রেঞ্জ, আরএমপি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










