শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

হাওরে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হাওরে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে বাবা পরশ দাসের সঙ্গে জাল ফেলে মাছ ধরছিলেন সুরঞ্জিত। হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা বাড়ির দিকে ফিরতে চেষ্টা করেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই সুরঞ্জিত দাস গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাওসার আহমেদ সোহেল তাকে মৃত ঘোষণা করেন।

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের সময় বাবা-ছেলে একসঙ্গে ছিলেন। ছেলে সুরঞ্জিত ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে জানতে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কিশোরগঞ্জে ড. ওসমান ফারুকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ড. ওসমান ফারুকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক বিএনপি থেকে পুনরায় মনোনয়ন পাওয়ায় করিমগঞ্জে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউসের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নয়াকান্দী মোড় থেকে শুরু হয়ে করিমগঞ্জ বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গোজাদিয়ায় ড. ওসমান ফারুকের নিজ বাড়িতে গিয়ে শেষ হয়।

এ সময় অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস বলেন, “কিশোরগঞ্জ-২ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ড. ওসমান ফারুকের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে কেন্দ্র করে আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দলের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব।”

অন্যদিকে, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. এম ওসমান ফারুক বলেন, “আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি সেই ভালোবাসার মর্যাদা রাখব। দেশের সেবা করার জন্য আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। অন্যায়ভাবে হয়রানির শিকার হলেও আমি আজ আপনাদের মাঝে ফিরে এসেছি স্বাধীনভাবে কথা বলার অধিকার নিয়ে।”

শোভাযাত্রায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, যিনি দলের সিদ্ধান্তে ড. ওসমান ফারুকের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন।

লুটপাট ঠেকাতে বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল চাইলেন হাসনাত কাইয়ূম

রেজাউল হক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
লুটপাট ঠেকাতে বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল চাইলেন হাসনাত কাইয়ূম

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, “লুটপাট ও পাচার হয়ে যাওয়া হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতে এ ধরনের লুটপাট বন্ধ করতে বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল আদালত গঠন করতে হবে। যেমন খুন-গুমের বিচার হয়, তেমনি চুরির বিচারের জন্যও আলাদা আইন ও ট্রাইব্যুনাল করতে হবে।”

আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদর বাজারের বাঁশমহালে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত কাইয়ূম বলেন, “চুরি, লুটপাট ও টাকা পাচার ঠেকাতে বিশেষ অর্থনৈতিক আদালতের পাশাপাশি আমরা আলাদাভাবে নাগরিক অধিকার আদালত প্রতিষ্ঠার দাবি জানাই। কারণ, নাগরিকদের টাকায় যাদের বেতন–ভাতা হয়, তারা যদি নাগরিকদের জন্য কাজ না করে, তাহলে নাগরিকেরা যেন তাদের অধিকার আদায়ে আদালতের শরণাপন্ন হতে পারেন।”

তিনি আরও বলেন, “গত কয়েক বছরে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেই টাকার কিছু অংশও যদি ফিরিয়ে আনা যায়, তবে দেশ অনেকটা স্বয়ংসম্পূর্ণ হবে। আমাদের তরুণদের আর বিদেশে কাজ খুঁজতে যেতে হবে না। একসময় অন্য দেশের লোকজন বাংলাদেশে কাজ করত, এখন আমরা তাদের দেশে গিয়ে কাজ করি — এ পরিস্থিতি কেবল লুটপাট ও চুরির কারণেই।”

রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতা বলেন, “রাষ্ট্রের সব ক্ষমতা ও সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে দেশ বদলের নির্বাচন চাই।”

তিনি আরও বলেন, “বিদেশে বসে এ দেশে আর আগুন নিয়ে খেলা করবেন না। আগুনের ভয় দেখাবেন না, গুলির ভয় দেখাবেন না। এ দেশের ছেলেরা বুক পেতে গুলি নিয়েছে, তাদের ভয় দেখিয়ে কিছু হবে না। বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন।”

সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাজিতপুর শাখার সভাপতি শামছুল হক। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

পরে হাসনাত কাইয়ূমের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি বাজিতপুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বাঁশমহালে এসে শেষ হয়।

তাড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ পালিত

ওয়াসিম সোহাগ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
তাড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ পালিত

তাড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিশ দাস রাজিব।
বিশেষ অতিথি ছিলেন মতিউর রহমান, এরিয়া ম্যানেজার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
আবুল কাসেম, নিরাপদ খাদ্য পরিদর্শক, তাড়াইল;
মুজিবুর রহমান, ইএনটি ইপিআই তাড়াইল উপজেলা;
আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স;
সুলতান উদ্দিন, স্বাস্থ্য সহকারী;
মো: শাহনাজ সুলতানা রোজী, স্বাস্থ্য পরিদর্শক, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স;
এবং দেলোয়ার হোসেন, কর্মসূচি সংগঠক, তাড়াইল।
অনুষ্ঠানটি আয়োজন করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং সহযোগিতা করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি কিশোরগঞ্জ।
আলোচনায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন -উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ ও সুধী সমাজ।