হাওরে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে বাবা পরশ দাসের সঙ্গে জাল ফেলে মাছ ধরছিলেন সুরঞ্জিত। হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা বাড়ির দিকে ফিরতে চেষ্টা করেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই সুরঞ্জিত দাস গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাওসার আহমেদ সোহেল তাকে মৃত ঘোষণা করেন।
ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের সময় বাবা-ছেলে একসঙ্গে ছিলেন। ছেলে সুরঞ্জিত ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে জানতে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।







