কিশোরগঞ্জ-২ বিএনপির মনোনয়নে চমক দেখাবেন তরুণ আইনজীবি মনন
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী এডভোকেট আশরাফ জালাল খান মনন। তাকে ঘিরে এখন চর্চা চলছে এই আসনের বিএনপি রাজনীতিতে।
মনন এ আসনের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে একেবারেই নতুন মুখ হলেও রাজনৈতিক সক্রিয়তা, সাংগঠনিক ধারাবাহিকতা এবং মাঠের নেতৃত্ব তাকে অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান এডভোকেট আশরাফ জালাল খান মনন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর আজীবন সদস্য এবং ফাউন্ডেশনের লিগ্যাল এইড সেল কমিটির সদস্য সচিব হিসেবে ১৭ বছর ধরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীকে আইনি সহায়তা দিয়ে আসছেন।
সর্বশেষ জুলাই-আগস্টের আন্দোলনে তিনি শুধু সক্রিয় অংশগ্রহণই করেননি, বরং সরাসরি রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তরুণ নেতৃত্বের দৃঢ় অবস্থান ও আপসহীন সংগ্রামী চেতনা ইতিমধ্যে জনমনে আলোড়ন তুলেছে।
২০০০ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ইউনিট পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে থানা, মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদলে নেতৃত্ব দেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম-এর প্রথম নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি হন। এছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সামনের সারিতে থাকায় একাধিকবার গ্রেপ্তার ও মিথ্যা মামলার শিকার হয়েছেন তিনি। তবুও অটল থেকেছেন গণতান্ত্রিক আন্দোলনে।
এডভোকেট আশরাফ জালাল খান মনন বলেন, “কটিয়াদী ও পাকুন্দিয়াবাসীর প্রতিনিধি হিসেবে সুযোগ পেলে মানুষের কল্যাণে কাজ করতে চাই। পাশাপাশি দেশের বিচারব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তনের পক্ষে ভূমিকা রাখতে চাই।”










