রোববার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ
ঘন কুয়াশা: তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চালু
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।
রোববার সকাল ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ডিজিএম আব্দুস সালাম জানিয়েছেন।
তিনি জানান, ভোররাত ৪টা থেকে ঘন কুয়াশায় দিকনির্দেশনা দেখা না যাওয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে ফেরি ‘এনায়েতপুরী’ ও ‘মতিউর রহমান’ মাঝনদীতে অবস্থান নিতে বাধ্য হয়।
পরে সকাল ৭টার পর কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে কিছুটা ভোগান্তি সৃষ্টি হলেও, চলাচল স্বাভাবিক হওয়ার পর তা ধীরে ধীরে কমে আসে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।










