গোলপোস্ট ছাড়িয়ে নির্বাচনের মাঠে আমিনুল হক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (৩ নভেম্বর) ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এবার বিএনপির প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের দুই তারকা— জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং সাবেক তারকা ফুটবলার ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
সাবেক অধিনায়ক আমিনুল হক মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৬ আসন থেকে। তিনি বর্তমানে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে সাবেক ফুটবলার ও মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন ভোলা-৩ আসন থেকে।
খেলোয়াড়ি জীবনে আমিনুল হক ছিলেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে উজ্জ্বল মুখ। গোলপোস্টের নিচে তার অসাধারণ পারফরম্যান্স দেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছে। বিশেষ করে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে তার অনবদ্য গোলরক্ষার কল্যাণে বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়।
সে সময় তিনি শুধু একজন ফুটবলার নন, বরং পুরো জাতির গর্ব ও আশার প্রতীক হয়ে উঠেছিলেন।
২০১৩ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে রাজনীতিতে সক্রিয় হন আমিনুল হক। শুরুতে বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পান তিনি। পরে ধাপে ধাপে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসেন।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগেই বিএনপি প্রার্থী তালিকা প্রকাশ করায় রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।










