স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার নির্বাচন আয়োজনের লক্ষ্য ইসির — প্রধান নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশন (ইসি) চায় দেশের আসন্ন নির্বাচন যেন স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার ও সবার কাছে গ্রহণযোগ্য হয়। ইসি বিশ্বকে দেখাতে চায়, নির্বাচনে কোনো ধরনের লুকোছাপা নেই এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ।
সোমবার (৬ অক্টোবর) সকালে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এজন্য সকলের সহযোগিতা চাই।”
এ সময় সিইসি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে প্রবাসী ও সরকারি চাকরিজীবীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীকে ভোটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সিইসি বলেন, “সবার অংশগ্রহণে আয়নার মতো স্বচ্ছ করে এই নির্বাচন করতে চাই।”
আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর ‘জুলাই যোদ্ধা’ ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হবে বলে জানান সিইসি।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশনের সংলাপ কর্মসূচি শুরু হয়। প্রথম দিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। তবে সেদিন সংলাপে সুশীল সমাজের অর্ধেকেরও বেশি প্রতিনিধি অংশ নেননি।










