ট্রেন দুর্ঘটনায় আটকে পড়া শিক্ষার্থীদের শাবিপ্রবির ‘বাস সার্ভিস’
সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুতির ঘটনায় আটকে পড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্ধশতাধিক শিক্ষার্থীকে গন্তব্যে পৌঁছে দিতে বাস সেবা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
ঘটনার পর শাবিপ্রবি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন পাঠায়। সকালে ওই বাসগুলো শিক্ষার্থীদের ট্রেন থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে দেয়।
রেলওয়ের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকাজ শুরু হয়েছে এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।










