সুদানে বেসামরিক হত্যায় আরএসএফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ
সুদানের পশ্চিম দারফুরের শহর আল-ফাশির দখলের পর শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা ও নিখোঁজ করার অভিযোগ উঠেছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর বিরুদ্ধে।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো ঘটনাটিকে যুদ্ধাপরাধের সমতুল্য বলে উল্লেখ করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর আরএসএফ যোদ্ধারা পুরুষদের নারী ও শিশুদের থেকে আলাদা করে নিয়ে গুলি চালায়।
মানবিক সংস্থা এমএসএফ জানায়, শহর থেকে পালানোর সময় প্রায় ৫০০ জনকে হত্যা বা আটক করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, আল-ফাশির দখলের পর ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দারফুরে আরএসএফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে।










