পনেরো বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা, পিছালো ৭ দিন
দীর্ঘ পনেরো বছর পর ২০২৫ সালে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম শ্রেণির ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’। ২০১০ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চালুর পর এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের ‘জুনিয়র স্কলারশিপ’ প্রদান করা হতো।
২০১৯ সালে সর্বশেষ জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরের বছর ২০২০ সালে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। এরপরের দুই বছর স্কুলভিত্তিক মূল্যায়ন চালু হয় এবং নতুন শিক্ষাক্রম প্রবর্তনের ফলে পাবলিক পরীক্ষা আর অনুষ্ঠিত হয়নি। অবশেষে ২০২৩ সালে নতুন শিক্ষাক্রমে জেএসসি পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দীর্ঘ পাঁচ বছর পর অষ্টম শ্রেণিতে আবারও পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এটি অনুষ্ঠিত হবে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’ নামে।
এদিকে, এই পরীক্ষার সময়সূচি সাত দিন পিছিয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গতকাল বুধবার সংশোধিত সূচি প্রকাশ করেছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষা শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।
সংশোধিত সময়সূচি অনুযায়ী—
-
২৮ ডিসেম্বর: বাংলা
-
২৯ ডিসেম্বর: ইংরেজি
-
৩০ ডিসেম্বর: গণিত
-
৩১ ডিসেম্বর: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রতিটি পরীক্ষার সময় সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘণ্টা নির্ধারিত থাকবে।
বোর্ড সূত্রে জানা গেছে, দীর্ঘ বিরতির পর পুনরায় এই পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যমান মূল্যায়ন ও মেধাভিত্তিক বৃত্তি প্রদান প্রক্রিয়াকে আরও কার্যকর করবে।










