শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান ষাটোর্ধ্ব দম্পতি

গরু-ঘোড়া নয়, বুকের জোরে ৩ যুগ ধরে ঘানি টেনে সংসার চালাচ্ছেন মোস্তাকিন দম্পতি

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১১:৫২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
গরু-ঘোড়া নয়, বুকের জোরে ৩ যুগ ধরে ঘানি টেনে সংসার চালাচ্ছেন মোস্তাকিন দম্পতি

দারিদ্র্যের কঠিন বাস্তবতা যেন জীবন্ত হয়ে উঠেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামে। এখানে ষাটোর্ধ্ব এক দম্পতি—মোস্তাকিন (৬৮) ও তার স্ত্রী ছকিনা (৬৫)—গত তিন যুগ ধরে গরু বা ঘোড়ার পরিবর্তে বুক ও হাতে ভর দিয়ে তেলের ঘানি টেনে সংসার চালাচ্ছেন।

নিজ বাড়িতেই তৈরি করা একটি ঘানিই তাদের জীবিকার একমাত্র অবলম্বন। গরু বা ঘোড়া কেনার সামর্থ্য না থাকায় নিজেরাই প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঘানি টানেন এই দম্পতি। এতে ৫ কেজি সরিষা পিষে প্রায় সোয়া লিটার তেল ও ৩ কেজির মতো খৈল পাওয়া যায়। এই তেল ও খৈল বিক্রি করেই প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকা আয় হয় তাদের, যা দিয়ে সংসারের সাতজন সদস্যের আহার জোটানোই দুঃসাধ্য হয়ে পড়ে।

বৃদ্ধ মোস্তাকিন বলেন, “আমার মাথা গোছার ঠাঁই ছাড়া আর কোনো ফসলের জমি নেই। চার বছর আগে এক দানবীর আমাকে একটি গরু দিয়েছিলেন, কিন্তু অসুস্থ হয়ে সেটি বিক্রি করতে হয়। এখন আর কোনো উপায় না থাকায় নিজের শরীর দিয়েই ঘানি টানি।”

তিনি জানান, তাদের তিন ছেলে ও চার কন্যা। বড় ছেলে হোটেল শ্রমিক, দ্বিতীয় ছেলে অসুস্থ, ঘাড়ে টিউমার। তৃতীয় ছেলে প্রতিবন্ধী, চোখে দেখে না। মেয়েদের মধ্যে একজন যৌতুকের নির্যাতনে সন্তানসহ ফিরে এসেছে বাবা-মায়ের ঘরে।

স্ত্রী ছকিনা বলেন, “সকালে স্বামী সরিষা সংগ্রহ করতে বের হন, ফিরে এসে ঘানি টানেন বিকেল পর্যন্ত। তারপর সেই তেল বিক্রি করতে ছুটতে হয় হাটে। খাওয়া বা বিশ্রামের সময়ও পান না।”

স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, “মোস্তাকিন দম্পতির খাওয়া-পড়ার যেমন কষ্ট, তেমনি থাকারও অভাব। তাদের ঘর পলিথিন দিয়ে ঢেকে রাখা। তবু জীবনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।”

প্রতিবেশী শরিকুল ইসলাম জানান, “বৃদ্ধ দম্পতি বুক দিয়ে ঘানি টানেন—দেখলে মনে হয় সময় যেন থমকে গেছে। তাদের জন্য মানবিক সহযোগিতা দরকার।”

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌল্লা লিপটন বলেন, “উপজেলা প্রশাসনের মাধ্যমে পরিবারটিকে সহযোগিতা করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান, “আমরা পরিবারটির বিষয়টি জেনেছি। দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

এই দম্পতির গল্প আজও মনে করিয়ে দেয়, আধুনিকতার যুগেও বাংলাদেশে কিছু মানুষ এখনো বুকের জোরে টিকে আছে বেঁচে থাকার লড়াইয়ে।

কিশোরগঞ্জে ড. ওসমান ফারুকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ড. ওসমান ফারুকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক বিএনপি থেকে পুনরায় মনোনয়ন পাওয়ায় করিমগঞ্জে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউসের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নয়াকান্দী মোড় থেকে শুরু হয়ে করিমগঞ্জ বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গোজাদিয়ায় ড. ওসমান ফারুকের নিজ বাড়িতে গিয়ে শেষ হয়।

এ সময় অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস বলেন, “কিশোরগঞ্জ-২ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ড. ওসমান ফারুকের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে কেন্দ্র করে আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দলের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখব।”

অন্যদিকে, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. এম ওসমান ফারুক বলেন, “আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি সেই ভালোবাসার মর্যাদা রাখব। দেশের সেবা করার জন্য আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই। অন্যায়ভাবে হয়রানির শিকার হলেও আমি আজ আপনাদের মাঝে ফিরে এসেছি স্বাধীনভাবে কথা বলার অধিকার নিয়ে।”

শোভাযাত্রায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, যিনি দলের সিদ্ধান্তে ড. ওসমান ফারুকের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন।

লুটপাট ঠেকাতে বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল চাইলেন হাসনাত কাইয়ূম

রেজাউল হক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
লুটপাট ঠেকাতে বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল চাইলেন হাসনাত কাইয়ূম

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, “লুটপাট ও পাচার হয়ে যাওয়া হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতে এ ধরনের লুটপাট বন্ধ করতে বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল আদালত গঠন করতে হবে। যেমন খুন-গুমের বিচার হয়, তেমনি চুরির বিচারের জন্যও আলাদা আইন ও ট্রাইব্যুনাল করতে হবে।”

আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদর বাজারের বাঁশমহালে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত কাইয়ূম বলেন, “চুরি, লুটপাট ও টাকা পাচার ঠেকাতে বিশেষ অর্থনৈতিক আদালতের পাশাপাশি আমরা আলাদাভাবে নাগরিক অধিকার আদালত প্রতিষ্ঠার দাবি জানাই। কারণ, নাগরিকদের টাকায় যাদের বেতন–ভাতা হয়, তারা যদি নাগরিকদের জন্য কাজ না করে, তাহলে নাগরিকেরা যেন তাদের অধিকার আদায়ে আদালতের শরণাপন্ন হতে পারেন।”

তিনি আরও বলেন, “গত কয়েক বছরে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেই টাকার কিছু অংশও যদি ফিরিয়ে আনা যায়, তবে দেশ অনেকটা স্বয়ংসম্পূর্ণ হবে। আমাদের তরুণদের আর বিদেশে কাজ খুঁজতে যেতে হবে না। একসময় অন্য দেশের লোকজন বাংলাদেশে কাজ করত, এখন আমরা তাদের দেশে গিয়ে কাজ করি — এ পরিস্থিতি কেবল লুটপাট ও চুরির কারণেই।”

রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতা বলেন, “রাষ্ট্রের সব ক্ষমতা ও সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে দেশ বদলের নির্বাচন চাই।”

তিনি আরও বলেন, “বিদেশে বসে এ দেশে আর আগুন নিয়ে খেলা করবেন না। আগুনের ভয় দেখাবেন না, গুলির ভয় দেখাবেন না। এ দেশের ছেলেরা বুক পেতে গুলি নিয়েছে, তাদের ভয় দেখিয়ে কিছু হবে না। বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন।”

সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাজিতপুর শাখার সভাপতি শামছুল হক। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

পরে হাসনাত কাইয়ূমের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি বাজিতপুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বাঁশমহালে এসে শেষ হয়।

তাড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ পালিত

ওয়াসিম সোহাগ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
তাড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ পালিত

তাড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অতিশ দাস রাজিব।
বিশেষ অতিথি ছিলেন মতিউর রহমান, এরিয়া ম্যানেজার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
আবুল কাসেম, নিরাপদ খাদ্য পরিদর্শক, তাড়াইল;
মুজিবুর রহমান, ইএনটি ইপিআই তাড়াইল উপজেলা;
আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স;
সুলতান উদ্দিন, স্বাস্থ্য সহকারী;
মো: শাহনাজ সুলতানা রোজী, স্বাস্থ্য পরিদর্শক, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স;
এবং দেলোয়ার হোসেন, কর্মসূচি সংগঠক, তাড়াইল।
অনুষ্ঠানটি আয়োজন করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং সহযোগিতা করে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি কিশোরগঞ্জ।
আলোচনায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন -উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ ও সুধী সমাজ।