কটিয়াদীতে অসহায় দুস্থদের জন্য ফ্রি চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত
কটিয়াদীতে অসহায় দুস্থদের জন্য ফ্রি চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের তাঁতারকান্দা গ্রামের মোল্লা বাড়িতে অসহায় ও দুস্থদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ছানি পড়া ১৫০ জন রোগীকে পরবর্তী অপারেশনের জন্য বাছাই করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক সেবাদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদকায়ে জারিয়াহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মো. জাকির মোল্লা, তাঁতারকান্দা জামে মসজিদের খতিব মো. আব্দুল হালিম প্রমুখ।
চক্ষু পরীক্ষা পরিচালনা করেন ডা. এস. এম. আই. সাদিক, এমবিবিএস (ডিইউ), পিজিটি (চক্ষু), সিএমইউ (আল্ট্রা)।
এ সময় মৃত্তিকা সংস্থার ইয়ুথ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, এই ধরনের সেবা কার্যক্রম এলাকায় দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।







