ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতনের অভিযোগে হোস্টেল পরিচালক গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে রাজধানীর স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ। ঘটনা ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টায়, তেজগাঁও কলেজের পাশে অবস্থিত হোস্টেলে।
পুলিশ ও ভুক্তভোগীর বরাত দিয়ে জানা গেছে, ছাত্রী তার একজন অতিথির সঙ্গে দেখা করতে চাইলে হোস্টেল পরিচালক অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয় এবং কক্ষে আটকে রাখা হয়। পরে হাসপাতাল নেওয়ার সময়ও বাধা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি ও হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদক—শেরেবাংলা থানার অফিসারকে ঘটনা জানান। পুলিশ ঘটনাস্থল থেকে রাজিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।
শেরেবাংলা থানার ডিউটি অফিসার বলেন, “ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে আরও কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”










