জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ শিক্ষা বৃত্তি: যেভাবে আবেদন করবেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কমিটি ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ পাস করেছে। শিক্ষার্থীরা আগামী ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
এ সংক্রান্ত তথ্য বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা লিঙ্কে প্রবেশ করে সংযুক্ত ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। প্রথমে স্টুডেন্ট আইডিতে লগইন করতে হবে এবং এরপর “Apply for JNU Scholarship” অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
আবেদনের সঙ্গে যে ডকুমেন্টগুলো সংযুক্ত করতে হবে তা হলো:
শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি
শিক্ষার্থীর আইডি কার্ডের কপি
পিতা/মাতা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি
পরিবারের আয় সনদ (সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/চাকুরিরত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত)
বাসা/মেস ভাড়ার সর্বশেষ মাসের রশিদ (যদি মেস বা ভাড়া বাসায় থাকেন)










