‘অসুরের মুখে দাড়ি ও প্রধান উপদেষ্টার মুখাবয়বে অসুর তৈরি একই সূত্রে গাঁথা’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে। তিনি বলেন, কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী ও বুদ্ধিজীবীদের প্ররোচনায় কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা মণ্ডপ কমিটির সক্রিয় সহযোগিতায় এসব চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, মাদক ও রোহিঙ্গা পরিস্থিতি সহ শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ক বিষয়গুলো সভায় আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও উঠে এসেছে।”
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী একটি দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় আমাদের প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার ঘটনায় তার যোগসূত্র পাওয়া গেছে। কিন্তু গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
এসময় খাগড়াছড়ির ঘটনায় ভারতের ভূমিকা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাংবাদিকরা বিষয়টি ভালোভাবে জানেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তিনি সাংবাদিকদের দেশপ্রেমিক প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করেন এবং বলেন, “সবার সহযোগিতায় আমরা দেশের শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে সক্ষম হয়েছি।”










