নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সভার নির্দেশ ইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রাক-প্রস্তুতিমূলক সভা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩ নভেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ অক্টোবর ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মাঠপর্যায়ে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হবে। এসব সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন।
নির্দেশনায় আরও বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে প্রাথমিক প্রস্তুতি নিতে হবে এবং ভোট গ্রহণ সংক্রান্ত সকল দিক সঠিকভাবে সমন্বয় করতে হবে।
চিঠিটি দেশের সকল আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, এসব সভার মাধ্যমে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও সুসংহত হবে।নিরর










