দুর্দান্ত মৌসুমের পুরস্কার পেলেন এমবাপ্পে: গোল্ডেন বুট
রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। সদ্য শেষ হওয়া মৌসুমে লা লিগায় ৩১ গোল করে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন তিনি। সব মিলিয়ে মৌসুমে এমবাপ্পের গোল সংখ্যা ৪৪।
শুক্রবার (৩১ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়ালের কোচ ও সতীর্থদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার পেয়ে এমবাপ্পে বলেন, “ক্যারিয়ারে প্রথমবার এই সম্মান পাওয়া আমার জন্য বিশেষ প্রাপ্তি। ছোটবেলায় যে স্বপ্ন দেখেছিলাম, আজ সেটা পূরণ হলো। সতীর্থ ও সমর্থকদের সাপোর্ট ছাড়া এটি সম্ভব হতো না।”
রিয়ালের হয়ে ফরাসি খেলোয়াড় হিসেবে এমবাপ্পে তৃতীয় যিনি এই পুরস্কার জিতলেন। তার আগে ক্রিশ্চিয়ানো রোনালদো চারবার এবং লিওনেল মেসি বার্সেলোনার হয়ে রেকর্ড ছয়বার গোল্ডেন বুট জিতেছেন।
চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন এমবাপ্পে—লা লিগায় এখন পর্যন্ত ১৩ ম্যাচে করেছেন ১৬ গোল। আগামী মৌসুমেও এই ধারাবাহিকতা ধরে রেখে আরও একটি গোল্ডেন বুট জয়ের লক্ষ্য তাঁর।










