কৃষি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে আবারও দেশের সেরা গাজীপুর
গৌরব ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অর্জন করেছে। যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ গাকৃবি বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।
প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, গবেষণার মানদণ্ডে গাকৃবি বৈশ্বিক পর্যায়ে ৪৬১তম এবং সার্বিকভাবে ৮০১–১০০০তম অবস্থানে রয়েছে—যা বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
টিএইচই কর্তৃপক্ষ পাঁচটি মূল মানদণ্ড—শিক্ষাদান, গবেষণা, শিল্প-সম্পৃক্ততা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও গবেষণার গুণগত মান—এর ভিত্তিতে বিশ্বজুড়ে ১১৫টি দেশের ২১৯১টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেছে। এর মধ্যে বাংলাদেশ থেকে স্থান পেয়েছে ১৯টি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে গাকৃবি সব সূচকে সর্বোচ্চ স্কোর অর্জন করে শীর্ষে অবস্থান নিয়েছে।
এর আগে ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র্যাঙ্কিং, ইমপ্যাক্ট র্যাঙ্কিং ও এশিয়া র্যাঙ্কিংয়েও জাতীয়ভাবে প্রথম স্থান দখল করেছিল গাকৃবি। পাশাপাশি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন (WURI) ২০২৫-এ প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায় প্রতিষ্ঠানটি, অবস্থান ৭৭তম।
গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন,
“এই অর্জন কেবল আমাদের বিশ্ববিদ্যালয়ের নয়, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক ঐতিহাসিক স্বীকৃতি। আমরা দেখাতে পেরেছি—পরিকল্পিত উদ্যোগ ও গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় বাংলাদেশেও গড়ে তোলা সম্ভব।”










